মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার চালানোর সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। গতকাল রবিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মন্টারপোল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারির নির্বাচনে প্রার্থী অ্যাডাভোকেট বাবুল আখতার ও খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন