নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়া পৌর এলাকার ৯ নং ওয়ার্ড গুইল্যাখালী গ্রামের একটি বাড়ি থেকে রবিবার বিকেলে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। নিহতরা হলেন একই বাড়ির ওমানপ্রবাসী রবিউল হোসেনের স্ত্রী লুত্ফা বেগম (৪৫) ও তাঁর মেয়ে চাঁদনী বেগম (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিদেশে থাকায় গুইল্যাখালী গ্রামের বাড়িতে মেয়ে চাঁদনীকে নিয়ে থাকতেন স্ত্রী লুত্ফা বেগম। রবিবার দুপুরে বড় মেয়ে নাদিয়া সোনাদিয়া ইউনিয়নের স্বামীর বাড়ি থেকে বাড়িতে আসার পর উঠানে মা লুত্ফা ও ছোট বোন চাঁদনীর লাশ পড়ে থাকতে দেখেন।
বিজ্ঞাপন