নতুন করে গুম পরিবারের কাছ থেকে ‘মিথ্যা বিবৃতিতে’ সই করিয়ে সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি ওই অভিযোগ করেন। ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামের মুক্তির দাবিতে ওই মানববন্ধন হয়। রিজভী বলেন, ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারের সিংহাসন টলমল করছে।
বিজ্ঞাপন