শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন নয়। তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে ডাব্লিউএইচওর নির্দেশনার অপেক্ষা করছি। তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।
গতকাল রবিবার সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরামর্শকদের সঙ্গে যৌথসভা হয়েছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে মানার চেষ্টা হচ্ছে। এখনো কোথাও সংক্রমণের আশঙ্কা সেভাবে দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। টিকা কর্মসূচি জোরদার করা হচ্ছে। সরকারি, বেসরকারিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে গেলেই তারা টিকাকেন্দ্রে টিকা পাবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। ’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ঔপনিবেশিক মনোভাব রয়েছে। সরকারি দপ্তরগুলোতে গেলেই দেখা যায় বড় চেয়ার, সেই চেয়ারে আবার তোয়ালে। এর বাইরে বেরিয়ে আসতে হবে। ’