সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, সাবেক সংসদ সদস্য ও বিচারক তাফাজ্জাল হোসেন (টি এইচ) খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সন্ধ্যা ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।
কাজল বলেন, জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাওয়া হবে।
বিজ্ঞাপন
টি এইচ খান তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে আফজাল এইচ খান সাংবাদিকতা ছেড়ে এখন আইন পেশায় আছেন। মেজো ছেলে ফজলে এলাহী খান ও ছোট ছেলে ফায়সাল এইচ খান। মেয়ে চিকিৎসক মাহমুদা ফাতেমা খান।
টি এইচ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।