করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২২ আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল রবিবার সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এ বছর বইমেলা পেছানোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন