প্রতিপক্ষের কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনসহ চারজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার দুপুরে কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন রিমা ওই চার আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের (মেঘনা থানা) জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) হেদায়েত উল্লাহ বলেন, ‘উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হলে রবিবার জাকির হোসেনসহ চারজন কুমিল্লার আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন। এ সময় আদালত শুনানি শেষে চার আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের জাকির হোসেন ও স্বতন্ত্র (বিদ্রোহী) আনারস প্রতীকের হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জয় মিয়া নামে একজনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ’