করোনা মহামারিতে অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো করেছে বাংলাদেশ। বিশেষ করে সরকারের গৃহীত সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং সংগতিপূর্ণ রাজস্ব ও মুদ্রা নীতির ফলে এ সাফল্য এসেছে। সম্প্রতি বৈশ্বিক অর্থনীতি নিয়ে জাতিসংঘ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২২’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫.৫ শতাংশ।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরো বলা হয়, করোনার মধ্যেও রপ্তানিতে ভালো করেছে বাংলাদেশ। বিশেষ করে তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। এর পাশাপাশি জোরালো প্রবাসী আয়ও অর্থনীতির ভিত শক্ত করতে ভূমিকা রেখেছে। তবে তুলনামূলকভাবে কম করোনা টিকা দেওয়ার কারণে বাংলাদেশও দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো নতুন সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ টিকা দ্রুত আরো বাড়ানোর তাগিদ দিয়েছে।