জি এম কাদের
আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে তিনি ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মানুষ ভোট দিতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। একদিন না একদিন দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের পথ খুঁজে নেবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
বিজ্ঞাপন