গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। গতকাল শনিবার দুপুরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় চার নেতা ও পঁচাত্তরের ১৫ আগস্টে শহীদদের রুহের শান্তি কামনা করা হয়।
বিজ্ঞাপন