রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে তিন ইউএনওর সঙ্গে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। গত শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলার দুর্গাপুর, পবা ও বাঘার ইউএনওকে ফোন করে চক্রটি।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ‘আমাকে ফোন করা হয়। ফোন করে একটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়।
বিজ্ঞাপন