যশোরের পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন রাইটস। সংগঠনের যশোর কার্যালয়ে গতকাল শনিবার এসংক্রান্ত এক সভায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার আগে ও পাঁচ বছর পর তাঁদের ব্যক্তিগত সম্পদের চিত্র তুলে ধরা হয়।
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ‘স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় রাইটস এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘অনেক জনপ্রতিনিধি শূন্য থেকে পাঁচ বছরে একেবারে পূর্ণ হয়ে যান। তাঁদের আয়ের সঙ্গে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়গুলোতেও স্বচ্ছতা দরকার। এ জন্য ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালগুলোও হালনাগাদ ও স্বয়ংসম্পূর্ণ করতে হবে। ’ তিনি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর প্রেস ক্লাবের সহসভাপতি নূর ইসলাম প্রমুখ।