kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

গেটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগেটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে রাস্তায় গেটবার। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিটি গ্রামীণ রাস্তা থেকে বড় রাস্তা অভিমুখে স্থাপিত গেটবার প্রতিনিয়ত ডেকে আনছে বিপদ। ভারী যানবাহন থেকে গ্রামীণ সড়ক রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এসব গেটবার স্থাপনের পর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণব্যবস্থা বাধার মুখে পড়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, উপজেলার প্রায় প্রতিটি গ্রামীণ সড়ক অভিমুখে গেটবার স্থাপন করা হয়েছে। এতে বেশির ভাগ অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ঘটনাস্থলে যেতে সময়ক্ষেপণ হয় এবং আগুন নেভানো বা ক্ষতি কমানো অসম্ভব হয়ে পড়ে।

বিজ্ঞাপন

সর্বশেষ গত শুক্রবার মধ্যরাতে ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। আগুন নেভাতে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় নজর আলী ভূঁইয়া সড়কের গেটবারে আটকে যায়। এ সময় অন্য সড়ক হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১৫ মিনিট বাড়তি সময় লাগে। এতে আগুন নেভাতে মারাত্মক ব্যাঘাত ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী কালের কণ্ঠকে বলেন, ‘অগ্নিকাণ্ডে আমরা চেষ্টা করি দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে। তবে উপজেলার বেশির ভাগ সড়কের মুখে লোহার পাইপ দিয়ে গেটবার স্থাপনের কারণে বিকল্প পথে যেতে হয়। নতুবা গেটবার কেটে তারপর অগ্রসর হতে হয়। এতে সময়ক্ষেপণ হয় এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না। সর্বশেষ গত শুক্রবার রাতে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নে একটি অগ্নিকাণ্ডে যেতে গেটবারের কারণে ১৫ মিনিট সময় বেশি লেগেছে। ’

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘শিগগির আমরা এসব গেটবারে চাবি লক লাগিয়ে এক সেট ফায়ার সার্ভিসের কাছে দিয়ে রাখব। ’

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গেটবারের ওপরের অংশ যাতে সহজে খোলা যায়, সেখানে লক লাগানো হবে। ’সাতদিনের সেরা