ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিষয়ক বিধিমালার বিজ্ঞপ্তি জারি করেনি। আইনটি পাস হওয়ার পর এটি ছিল বিধি জারির তৃতীয় দফা বর্ধিত সময়সীমা।
বিধি তৈরির জন্য মন্ত্রণালয়ের লোকসভা ও রাজ্যসভার দুটি সংসদীয় কমিটির কাছে চাওয়া বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল ৯ জানুয়ারি। এ জন্য মন্ত্রণালয় কমিটি দুটির কাছে আরো সময় চেয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
২০১৯ সালে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতে আশ্রয় নিয়ে থাকলে অবৈধ অভিবাসী বলে গণ্য হবে না।
বিতর্কিত আইনটিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ভারতজুড়ে আন্দোলন শুরু হয়। সূত্র : দ্য হিন্দু