রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় যানজট তৈরি হলে অপহরণকারীরা কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় শিশুটির জ্ঞান ফিরলে কৌশলে বাস থেকে নেমে স্থানীয় ট্রাফিক পুলিশকে ঘটনা জানায়। তাতে রক্ষা পায় সে।
গত শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া শিশুর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট আলী আহমেদ গতকাল রবিবার এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ‘শনিবার সন্ধ্যায় দারুসসালাম এলাকায় দায়িত্বরত অবস্থায় পুলিশ বক্সে হঠাৎ ১৩ বছর বয়সী একটি ছেলে এসে জানায়, তাকে অচেতন করে অপহরণ করা হয়েছে। এরপর দ্রুত সেই বাসে গিয়ে অপহরণকারীদের খুঁজি। কিন্তু ততক্ষণে তারা কেটে পড়েছে। ’