রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা-বনশ্রী-আমুলিয়া হয়ে ডেমরা পর্যন্ত মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রায় ১৪ কিলোমিটার এই সড়ক নির্মাণ করবে কনসোর্টিয়াম অব চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড (সিসিসিসিএল) এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে চীনের এই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে সই করেন প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর ও প্রকল্পে বিনিয়োগের সহযোগী সংস্থা চীনা কনসোর্টিয়ামের পক্ষে ফ্যাং মিং চুক্তিতে সই করেন।
বিজ্ঞাপন