kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

আদালতে নেওয়ার পথে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে শহিদ মিয়া (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গতকাল রবিবার সকালে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেকে দায়িত্বরত কারারক্ষী ফয়সাল জানান, কাশিমপুর থেকে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।সাতদিনের সেরা