২০১৯ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’। গতকাল রবিবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন মিলি আক্তার, রিতু কর্মকার, জান্নাতুল ইসলাম রিয়া, তহুরা তাবাসসুম তরী, সুমাইয়া জাহিদ, মো. তারিকুল ইসলাম, টিপু সুলতান, সাইদুল ইসলাম শুভ, তানহা তাসনিম ইতি, ফারহানা আক্তার, মোছা. নুসরাত জাবীন বিভা ও সুমাইয়া আরেফিন অর্ণি।
বিজ্ঞাপন
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে ও অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম বক্তব্য দেন।