kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

ঢাবি ডিন নির্বাচন ১৩ জানুয়ারি

নীল ও সাদা দলের প্রার্থী চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ অনুষদে ডিন নির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াত সমর্থিত সংগঠন সাদা দল। এবার ১০ অনুষদে ১৮ শিক্ষক ডিন প্রার্থী হয়েছেন। এর মধ্যে নীল দলের ১০ এবং সাদা দলের আট শিক্ষক প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিন নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর। এই সময়ের মধ্যে ১০ অনুষদে নীল দলের প্রার্থী ছিলেন ১১ শিক্ষক এবং সাদা দলের আট শিক্ষক। এর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে নীল দলের প্রার্থী ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম ও অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়া রহমান। নীল দলের অভ্যন্তরীণ ভোটে দুজনই সমান ভোট পাওয়ায় দুজনই নীল দলের পক্ষে ডিন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্য থেকে দলের পক্ষে একজনকে মনোনয়ন দিতে গতকাল মঙ্গলবার ফের ভোটের আয়োজন করা হয়। এতে অধ্যাপক জিয়া রহমান নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদের একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাদা দল ১০ অনুষদের মধ্যে প্রার্থী দিয়েছে আট অনুষদে। দলটির আইন অনুষদ ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদে কোনো প্রার্থী নেই।

১০ অনুষদে নীল দলের ডিন প্রার্থীরা হলেন কলা অনুষদে আবদুল বাছির, ব্যবসায় শিক্ষা অনুষদে আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে আব্দুস ছামাদ, আইন অনুষদে রহমত উল্লাহ, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীববিজ্ঞান অনুষদে এ কে এম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে জিল্লুর রহমান।

সাদা দলের প্রার্থীরা হলেন কলা অনুষদে ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদে মো. ইমরান কাইয়ুম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে মো. হায়দার আলি, ফার্মেসি অনুষদে মো. শাহ এমরান, সামাজিক বিজ্ঞান অনুষদে এ এস এম আমানউল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদে এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদে মো. ইসরাফিল রতন, জীববিজ্ঞান অনুষদে মো. আখতার হোসেন খান।সাতদিনের সেরা