সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই হাজার স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় সেনাপ্রধান বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান শীতবস্ত্র বিতরণ শেষে মধুমতি নদীর ওপর নির্মিতব্য রেল সেতু প্রজেক্ট ও মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।
বিজ্ঞাপন