বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলন আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিমসটেকের সাত দেশের শীর্ষস্থানীয় নেতারা ভার্চুয়ালি এ সম্মেলনে যোগ দেবেন। এর আগে ২০২০ ও ২০২১ সালে কভিড মহামারির কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সম্মেলন স্থগিত করা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এবারের সম্মেলনে বিমসটেক সনদ অনুমোদন হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন