kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক   

৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় থেকে বাড্ডা পুনর্বাসন প্রকল্পের ৭০টি ফাইল সরানোর অভিযোগে অটো কার সিলেকশনের মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন রাজউকের অফিস সহায়ক মো. পারভেজ চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. নাসির উদ্দিন খান, মো. নাসির উদ্দিন শরীফ, মো. দিদারুল আলম, মো. আনোয়ার হোসেন, এস এম তৌহিদুল ইসলাম ও মো. আলাউদ্দিন সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অবৈধ সিল তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে বেআইনিভাবে ভুয়া নথি সৃজন ও লিজ দলিল সম্পাদন করে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা