কক্সবাজারে এক নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক এবং আরেক আসামি মেহেদী হাসান বাবুকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রিমান্ডের আদেশ দেন।
গত সোমবার কক্সবাজার থেকে বাবু এবং গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, আশিক এবং বাবুকে পৃথকভাবে আদালতে তুলে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল।
বিজ্ঞাপন