kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

জাতীয় সরকারের দাবি

৮ জানুয়ারি সমাবেশের ডাক জেএসডির

নিজস্ব প্রতিবেদক   

৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সরকার গঠনের দাবিতে আগামী ৮ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির নেতারা জাতীয় সরকার গঠন করা ছাড়া রাজনীতিতে স্থিতিশীলতা আসবে না দাবি করে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানীর গুলিস্তানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। দলের সভায় কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির ও অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে নেতারা বলেন, শাসনপ্রক্রিয়ায় ও সমাজে যে গভীর ক্ষত ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণজাগরণ ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। জাতীয় সরকার গঠনের মাধ্যমেই এটা করা সম্ভব। তাই জাতীয় সরকার প্রতিষ্ঠায় এখন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।

সমাবেশে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ জানুয়ারি বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।সাতদিনের সেরা