kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

নিখোঁজের ১৮ বছর পর ফিরলেন অজুফা

রাজবাড়ী প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বামীর বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ১৮ বছর পর অজুফা বেগম (৪৮) নামের এক নারী ফিরে এসেছেন। গত রবিবার সন্ধ্যায় তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন। অজুফা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের হাকিম শেখের মেয়ে।

জানা গেছে, ১৮ বছর আগে স্বামীর বাড়ি থেকে স্বামী ছাড়াও চার মেয়ে ও তিন ছেলে রেখে হঠাৎ করেই নিখোঁজ হন তিনি।

বিজ্ঞাপন

গত ২৭ ডিসেম্বর অজুফার বাবা হাকিম শেখ মারা যান। বাবার মৃত্যুর সাত দিন পর স্মৃতিশক্তিহারা অজুফার স্মৃতি ফিরলে তিনি বাড়িতে ফিরে আসেন। এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে স্বামী শমসের ফকিরের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছে।

অজুফার ছেলে মো. আব্বাস আলী ফকির বলেন, ‘আমার মা ১৮ বছর আগে আমাদের সাত ভাই-বোনকে রেখে হঠাৎ করেই নিখোঁজ হন।সাতদিনের সেরা