kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

খুবির গবেষণা প্রকল্পের আওতায় সৃজনশীল দেয়ালচিত্র প্রদর্শনী

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে খুলনার দুই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণীয় ও সৃজনশীল দেয়ালচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিশুদের মনোজাগতিক বিকাশ ও বিশ্লেষণাত্মক চিন্তার সক্ষমতা বৃদ্ধিতে সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিস, অ্যান্ড নেইবারহুডসের (এসএইচএলসি) গবেষণা প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকাল ১০টায় নগরীর ৫ নম্বর ঘাটসংলগ্ন এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১১টায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক খুবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘শিশুদের সৃজনশীলতা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায় স্কুলের সীমানাপ্রাচীর, শ্রেণিকক্ষের দেয়াল, ছাদ ও মেঝেজুড়ে বিভিন্ন প্রাণীদের ছবি আঁকা হয়েছে। এর পাশেই বিভিন্ন বর্ণের নাম দিয়ে শিক্ষার্থীদের ওই বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।সাতদিনের সেরা