ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ২৯ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে ২৫ জন। বর্তমানে দেশের হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। গতকাল বুধবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৪।
বিজ্ঞাপন