সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিরাপত্তাকর্মীর (এপিবিএনের সদস্য) হামলায় সেখানে কর্মরত আনসার প্লাটুন কমান্ডার তাহের গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের কনকোর্স হলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরের কনকোর্স হলে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে দর্শনার্থী প্রবেশ করাচ্ছিলেন। এ সময় সেখানে কর্মরত আনসার প্লাটুন কমান্ডার তাহের তাঁকে বাধা দিলে কথা-কাটাকাটির সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ কালের কণ্ঠকে বলেন, ‘একটি প্রশিক্ষণে আমি ঢাকায় রয়েছি। তবে ঘটনার খবর পেয়েছি। নিরাপত্তাকর্মী ও আনসারের এক কমান্ডারের মধ্যে সমস্যা হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত হয়নি। পুরো বিষয়টি খতিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’