পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুই দিন বিদ্যুতের তারে আটকে থাকার পর গতকাল শুক্রবার সেটিকে উদ্ধার করেছেন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা। গতকাল দুপুর ১২টায় উপজেলা শহরের নতুন ব্রিজ এলাকায় একটি ফলের দোকানের ওপরে বিদ্যুতের তারে আটকে থাকা কুকুরটি উদ্ধার করা হয়। কুকুরটি খাবারের সন্ধানে একটি ফলের দোকানের চালে ওঠে। কুকুরকে দেখতে পেয়ে মো. আল-আমিন নামের এক ব্যবসায়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে জানান।
বিজ্ঞাপন