kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

লোটাস ডিকাব সভাপতি মঈন সাধারণ সম্পাদক

কূটনৈতিক প্রতিবেদক   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলোটাস ডিকাব সভাপতি মঈন সাধারণ সম্পাদক

লোটাস, মঈনুদ্দিন

ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) ২০২২ সালের নির্বাহী কমিটির সভাপতি ও ইউএনবির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমানও প্রতিদ্বন্দ্বিতা করেন। লোটাস চতুর্থবারের মতো ডিকাব সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এ কে এম মঈনুদ্দিন টানা দ্বিতীয়বারের মতো দৈনিক মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন নির্বাচনের ফল ঘোষণা করেন। অপর দুই নির্বাচন কমিশনার দৈনিক অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও মাছরাঙা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা এ সময় উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা