kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

অধ্যাপক রেহমান সোবহান বললেন

সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত

রেহমান সোবহান

নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদের আসন ৪৫০টি হওয়া উচিত। এতে ১৫০টি আসন সংরক্ষিত থাকবে নারীদের জন্য। যেখানে প্রতিযোগিতামূলক নির্বাচনে নারীরা নির্বাচিত হবেন। বাংলাদেশ মহিলা পরিষদের ত্রয়োদশ জাতীয় সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি আরো বলেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের নির্বাচিত হতে না পারা অন্যতম একটি সমস্যা। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে তাঁরা সংরক্ষিত আসনে নির্বাচন দেবেন। মহিলা পরিষদকে জোরালো ভূমিকা পালন করতে হবে। সামনের দিনগুলোতে এ বিষয়ে জোর প্রচারণা চালাতে পারেন তাঁরা। বাংলাদেশের অর্থনীতিতে নারীরা এখন বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।

পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম-অংশীদারত্ব নিশ্চিত করতে হবে—এই স্লোগান সামনে রেখে মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মহিলা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে একটি লিখিত বক্তব্য দেন। পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী তা পড়ে শোনান।

অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশে সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন বলেন, বাংলাদেশে লিঙ্গবৈষম্যের ব্যবধান অনেক বেশি। নারী অধিকার প্রতিষ্ঠান এখানে অনেক চ্যালেঞ্জের। মহিলা পরিষদ সেই অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

মহিলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম বলেন, ‘পেশাগত কাজে সচিবালয়ে গিয়ে হেনস্তার শিকারসহ কারাগারে থাকার সময় মহিলা পরিষদ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। ’

মহিলা পরিষদের যুগ্ম আহ্বায়ক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম প্রমুখ।সাতদিনের সেরা