kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

বাকৃবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আর নেই

বাকৃবি প্রতিনিধি   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোলন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ (৬৫)। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ গত সপ্তাহ থেকে কোলনের সমস্যাই ভুগছিলেন। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

গতকাল অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দুপুরে তিনি মারা যান। ড. গিয়াস উদ্দিন আহমদ পোস্ট রিটায়ারমেন্ট লিভে (পিআরএল) অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।সাতদিনের সেরা