যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৯৩.০৯ পার্সেন্ট। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯২.৪২ এবং ছাত্রীদের পাসের হার ৯৩.৭৯। এ ক্ষেত্রে পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এ বছর যশোর বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন।
বিজ্ঞাপন
চলতি বছর যশোর বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৭৮ হাজার ৭৯৫ জন। পরীক্ষায় পাস করেছে এক লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। এবার পাসের হার বেশির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র বলেন, ‘শিক্ষার্থীরা তিন বিষয়ে পরীক্ষা দিলেও মন্ত্রণালয়ের নির্দেশে জেএসসির ফলের ওপর ভিত্তি করে অবশিষ্ট বিষয়ের ফল তৈরি করা হয়। এবার পাসের হার বেশি হওয়ার কারণ, শুধু তিনটি বিষয়ে পরীক্ষা নিয়েছি। আমরা বেশির ভাগ সময় লক্ষ করি যে মানবিক বিভাগে ইংরেজি ও গণিত এবং আইসিটিতে কিছু ছাত্র জেএসসিতে পাস করার পরও মাধ্যমিকের ক্ষেত্রে পাস করতে পারে না। কিন্তু এবার গণিত, ইংরেজিসহ অন্য যে বিষয়গুলো তাতে ফেল করার সুযোগ নেই, যেহেতু জেএসসি পাস করে এসেছে।