kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

কুমিল্লা শিক্ষা বোর্ড

গতবারের চেয়ে ফল ভালো

পাসের হার ৯৬.২৭ শতাংশ

কুমিল্লা সংবাদদাতা   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯৬.২৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার ফল ভালো হয়েছে। গতবার পাসের হার ছিল ৮৫.২২ শতাংশ।

বিজ্ঞাপন

জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন।

গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, এবার কুমিল্লা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৫৫টি বিদ্যালয়ের দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশ নেয় (ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন)। উত্তীর্ণ হয়েছে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। এর মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী এক লাখ ১৯ হাজার ৭১২ জন। মোট এক হাজার ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫৫টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

তিনি আরো জানান, বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৫৪ হাজার, পাস করে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৩৪ জন। মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৮৬ হাজার ৫৩৫, পাস করে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫০৯ জন।সাতদিনের সেরা