কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মঙ্গলকোট গরুহাটা এলাকায় গতকাল বিকেলে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন এক পথসভার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ওই স্থানটি আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের কর্মীরা মিছিল নিয়ে পার হচ্ছিলেন।
বিজ্ঞাপন
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।