নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাজেদুল আলম খানের (বুড়া চৌধুরী) নির্বাচনী প্রচারণার সময় তাঁর দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মুঠোফোন খোয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চকরামপুরে এ ঘটনা ঘটে। সাজেদুল আলম খান বলেন, গতকাল সকালে লিফলেট বিতরণকালে সাকিব ও পিয়াস নামের তাঁর দুই কর্মী মারধরের শিকার হন।
বিজ্ঞাপন