মির্জা ফখরুল
গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই সমাবেশ থেকেই শপথ গ্রহণ করতে হবে—যত দিন না বেগম জিয়ার মুক্তি হয়, তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারছি, যত দিন না নির্বাসিত নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারছি, তত দিন কেউ ঘরে ফিরে যাব না। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাব সংলগ্ন সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দিনাজপুর, পঞ্চগড় ও রংপুরের নেতাকর্মীরাও বক্তব্য দেন।