kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবা

দিনাজপুর প্রতিনিধি   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেলেন বাবা। মৃতরা হলেন উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন ও তাঁর একমাত্র ছেলে মো. ইমরান তানিম (৩২)। জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তানিম। তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা মো. আমজাদ হোসেন (৬৬) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় মারা যান বাবা।সাতদিনের সেরা