kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

পার্বতীপুরে সারবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি   

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের পার্বতীপুরে সারবাহী ওয়াগন ট্রেনের কাপলিং ছিঁড়ে যাওয়ায় পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-নীলফামারী রেলপথে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রা বাতিল করা হয় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও খুলনাগামী আন্তঃ নগর ট্রেন সীমান্তের। গত বুধবার রাত পৌনে ৮টায় পার্বতীপুর স্টেশনের সামনে রেলগেটে আউটার হোম সিগন্যাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনাকবলিত হয়।

বিজ্ঞাপন

এতে লাইনচ্যুত হয়ে যায় তিনটি ওয়াগন। দুমড়েমুচড়ে যায় রেললাইন। ভেঙে গেছে অর্ধশত স্লিপার। এ ঘটনায় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃ নগর একতা ট্রেনটি পার্বতীপুর স্টেশনে ও নীলফামারীগামী বরেন্দ্রসহ উভয় রুটে বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকা পড়ে।

পার্বতীপুর স্টেশনমাস্টার শওকত আলী জানান, সারবাহী ৩১টি ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি যশোর থেকে সৈয়দপুর যাচ্ছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ায় তিনটি ওয়াগনের ১৬টি চাকা পড়ে গেছে। অনেক স্লিপার ভেঙে গেছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে গতকাল সকাল ৮টায় উদ্ধার কাজ শেষ করে। পার্বতীপুরে কাপলিং ছিঁড়ে ১৯টি সারবাহী ওয়াগন ফেলে ৯টি ওয়াগন নিয়ে চলে গেছে ইঞ্জিন। ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 সাতদিনের সেরা