ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে নিজের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা মো. মফিজ উদ্দিন মণ্ডল। শপথ শেষে নবনির্বাচিতদের ভূরিভোজও করান এই নেতা। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দিন মণ্ডল ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করবেন বলে মাইকে ঘোষণা দেন।
বিজ্ঞাপন
শপথবাক্য পাঠ শেষে ইউএনও অনুষ্ঠানস্থল ত্যাগ করলে নবনির্বাচিতদের কাছে মাইকে ভোট চান এবং তাঁদের ভূরিভোজ করান মো. মফিজ উদ্দিন মণ্ডল।
এ ব্যাপারে মো. মফিজ উদ্দিন মণ্ডল বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে সমান ভোট পেয়েছিলাম, লটারিতে হেরে গেছি। জেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ভোটার। তাঁরা শপথ নিতে এসেছেন, তাই তাঁদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করেছি। ’
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।