আবু কাওসার
অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বিকেলে ধানমণ্ডির একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবও সৈয়দ আবু কাওসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
সৈয়দ আবু কাওসার গত ২৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। সে সময় চার দিন আইসিইউতে ছিলেন। তারপর ৩১ অক্টোবর থেকে গত ২২ ডিসেম্বর পর্যন্ত তিনি কেবিনে ছিলেন। অবস্থার অবনতি হলে আবারও তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। জানাজা শেষে গতরাতে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।