kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

প্রতিবছর দুই লাখ একর জমি হারিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিবছর দুই লাখ একর জমি হারিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

ড. হাছান মাহ্‌মুদ

প্রতিবছর দুই লাখ একর জমি হারিয়ে যাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত ‘বঙ্গবন্ধু : শাশ্বত বাংলার প্রতিরূপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাস্তা প্রশস্ত করা, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ ও শহরায়নের কারণে জমি হারিয়ে যাচ্ছে।

গতকাল নারায়ণগঞ্জে ড্রেজার বেস থেকে ছেড়ে যাওয়া পরিদর্শী জাহাজে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

উন্নয়ন পরিকল্পনাগুলো বাংলাদেশের নিরিখে হওয়া উচিত বলে হাছান মাহ্‌মুদ বলেন, ‘অনেক সময় প্রকল্প নেওয়া হয় কিন্তু পরিবেশ রক্ষা বা প্রয়োজনের কথা চিন্তা করা হয় না। আমাদের ছোট দেশে দুই কোটি একর জমি আছে। প্রতিবছর ১ শতাংশ হারে কৃষিজমি কমে। অর্থাৎ প্রতিবছর দুই লাখ একর জমি হারিয়ে ফেলছি। রাস্তা প্রশস্ত করা, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ, শহরায়নের কারণ। এটি হতে থাকলে দ্বীপাঞ্চল, উপকূলীয় অঞ্চল ছাড়া চাষবাসের জমি থাকবে না। ’ জলবায়ুর বিরূপ প্রভাবে সব কিছু আক্রান্ত, এর পরও বাংলাদেশের বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রবাহিত ৫৮টি যৌথ নদী বছরে প্রায় দুই বিলিয়ন মেট্রিক টন পলি বহন করে এবং সমুদ্রের তলদেশে সেটি জমা হয়। এতে নতুন জমি সমুদ্র থেকে উদ্ধারের সম্ভাবনা দেখা দিয়েছে।সাতদিনের সেরা