আসপিয়া ইসলাম
পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন বরিশালের সেই কলেজছাত্রী আসপিয়া ইসলাম। ভূমিহীন হওয়ায় পুলিশের চাকরিতে অযোগ্য হয়েছিলেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালো থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আসপিয়ার হাতে তুলে দেন হিজলা থানার উপপরিদর্শক মো. মিজান। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে আসপিয়াকে জেলা পুলিশ লাইনসে উপস্থিত থাকতে বলা হয়।
বিজ্ঞাপন
কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় বরিশাল জেলায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেন হিজলা উপজেলার প্রয়াত শফিকুল ইসলামের মেয়ে আসপিয়া ইসলাম। চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার আগে তদন্তে বেরিয়ে আসে, তাঁরা হিজলায় ভাড়াটিয়া বাসিন্দা। তাঁদের স্থায়ী নিবাস ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। চাকরি আবেদনপত্রে স্থায়ী ঠিকানা ছিল হিজলা।
স্থায়ী ঠিকানা নিয়ে আইনি জটিলতায় তাঁর নিয়োগপত্র পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। আসপিয়া পুলিশের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সঙ্গে দেখা করলে তিনি সহানুভূতি দেখালেও আইনের কারণে নিয়োগপত্র দিতে পারছেন না বলে জানিয়ে দেন।
আসপিয়ার বিষয়টি নিয়ে কিছুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে।