চট্টগ্রাম নগরের ৫৭টি খাল ও ৬৫০ কিলোমিটার দীর্ঘ নালা পরিষ্কার করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য চলমান মেগাপ্রকল্পের বাইরে থাকা খাল ও বড় নালার তালিকা চেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিচ্ছে এ সেবা সংস্থাটি।
গতকাল নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে রোড মেইনটেন্যান্স ট্রাকের সাহায্যে রাস্তা সংস্কারের কাজ উদ্বোধনকালে এসব তথ্য জানান চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, খাল ও নালাগুলোতে জমে থাকা মাটি অপসারণ করে পানি চলাচলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে।
বিজ্ঞাপন