kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

অজয়ের বাড়িতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল

নোবিপ্রবি প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী পৌর শহরের সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের (২৩) বাড়ি গেছে বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি কমিটি। গতকাল বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ প্রতিনিধিদলটি সুবর্ণচর উপজেলার মধ্যচরবাটায় অজয়ের বাড়ি পৌঁছে। এ সময় কোষাধ্যক্ষের হাত ধরে কান্নায় ভেঙে পড়েন অজয়ের মা পাপিয়া মজুমদার। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ সময় অজয়ের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে অজয়ের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক মামুন আলীকে আটক করেছে পুলিশ। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে। এর আগে ঘাতক ট্রাকটিকেও জব্দ করা হয়।সাতদিনের সেরা