kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

মুরাদের ভিডিওর ৩৮৭টি লিংক শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেসবুক ও ইউটিউব থেকে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর, কুরুচি ও কটূক্তিপূর্ণ ভিডিওর ৩৮৭টি লিংক শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১৭টি লিংক এরই মধ্যে সরানো হয়েছে। বাকিগুলো সরানোর কাজ চলছে। বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খোন্দকার রেজা-ই-রাকিব বলেন, ফেসবুককেও এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসব তথ্য গতকাল হাইকোর্টকেও জানানো হয়েছে। এদিকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সাতদিনের সেরা