kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

‘ভারতের সঙ্গে স্থগিত থাকা আলোচনা পুনরায় শুরু হয়েছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিগত দিনে করোনা মহামারির কারণে ভারতের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা স্থগিত হয়েছিল। সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। দুই সপ্তাহ আগে ঢাকায় যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে। সেখানে অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

আশা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এই আলোচনা আরো বেগবান হবে। মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তির প্রাক্কালে গতকাল বুধবার সকালে সরকারি সফরে সড়কপথে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার পথে ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের ব্যাপারে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করছে। প্রতিনিয়ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কনক্লুসিভ (চূড়ান্ত) কিছু জানা যায়নি। ভারতের সঙ্গে ব্যাবসায়িক যোগাযোগ বন্ধ নেই। সড়কে যাত্রী যাতায়াত শুরু করা গেলে আরো ভালো হতো। তবে মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ‘ডেডলি’ না হলে ভারতের সঙ্গে পুনরায় সড়ক যোগাযোগ শুরুর বিষয়টি বিবেচনা করা হবে।সাতদিনের সেরা