নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে নোয়াখালী জেনারেল হাসপাতালে সাগর (২৯) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
নোয়াখালী জেলা কারাগার সূত্রে জানা যায়, এ বছর ৯ আগস্ট মৃত সাগর নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আসেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং বুকে ব্যথা অনুভব করেন।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার ফনি ভূষণ দেবনাথ হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।