দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার ছয় ঘণ্টা পর আবার চালু করেছে ভারতের ট্রাকচালক সমিতি। ভারত থেকে আসা ট্রাকে পণ্যের ওজন হিলি বন্দর স্কেলে কম পাওয়া যাচ্ছে, এ অভিযোগ করায় গতকাল রবিবার সকাল ১১টার দিকে ভারতীয় ট্রাকচালকরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছিলেন।
পরে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ট্রাকচালকরা সমঝোতায় পৌঁছান যে ট্রাকে আনা পণ্যের ওজন কেন কম হচ্ছে তা পরীক্ষা করে দেখা হবে। এরপর বিকেল ৫টার দিকে ভারত থেকে ট্রাক আসা শুরু হয়।
বিজ্ঞাপন
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায়, ওই দেশের তুলনায় বাংলাদেশে তা কম হচ্ছে। এ বিষয়ে কয়েক দিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও ওজনে কম পাওয়া যায়। এ কারণে ভারতীয় ট্রাকচালক সমিতি হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দেয়। তিনি বলেছিলেন, ‘এর সঠিক সুরাহা না হলে আমরা আইনি ব্যবস্থা নেব। ’