যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের বর্ষীয়ান নেতা, সিনেটর এবং মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বব ডোল গতকাল রবিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮। এলিজাবেথ ডোল ফাউন্ডেশনের এক বিবৃতিতে গতকাল বব ডোলের মৃত্যুর কথা জানানো হয়েছে। এতে বলা হয়—‘সিনেটর রবার্ট জোসেফ ডোল আজ (রবিবার) ভোরে ঘুমের মধ্যে মারা গেছেন।
বিজ্ঞাপন
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্বস্তভাবে ৭৯ বছর ধরে দেশের সেবা করেছেন। ’ এ বছরের শুরুর দিকে বব ডোল ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নেওয়ার কথা প্রকাশ করেছিলেন। মার্কিন সিনেটে এক দশক শীর্ষ রিপাবলিকান নেতা ছিলেন বব ডোল। এটি ছিল তাঁর রাজনৈতিক জীবনের এক উল্লেখযোগ্য অংশ। ১৯৯৬ সালে বিল ক্লিনটনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে হেরে যান ডোল।